মাঠে ফেরার আরও কাছে নেইমার

1

স্পোর্টস ডেস্ক

বাম হাঁটুর গুরুতর ইনজুরিতে প্রায় এক বছর মাঠের বাইরে নেইমার। এবার তিনি ভক্তদের সুসংবাদ দিলেন। মাঠের খেলায় ফেরার খুবই কাছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সৌদি আরব ক্লাব আল হিলালের দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।
২০২৩ সালের আগস্টে প্যারিস সেন্ট জার্মেই থেকে আল হিলালে যান নেইমার। অক্টোবরে ব্রাজিলের সঙ্গে খেলতে গিয়ে এসিএল ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান। ৩২ বছর বয়সী ফরোয়ার্ড মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন আল হিলালের সঙ্গে।
অস্ত্রোপচারের পর গত জুলাই থেকে ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন নেইমার। এবার যোগ দিলেন সতীর্থদের সঙ্গে। ঘাম ঝরালেন, বলেও কিক নিলেন। সামনে ছিলেন পর্তুগিজ কোচ হোর্হে জেসুস। তার কৌশলগত প্রস্তুত ও কোচের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মাঠে ফেরার বিষয়।
সোশ্যাল মিডিয়ায় নেইমার তার অনুশীলনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি ফিরেছি। দলে ফিরতে পেরে আমি খুশি। এখন শুধুই আনন্দ।’