দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের বিজয় নিশ্চিত করতে হলে পতিত ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে আরও অনেক দিন রাস্তায় থাকতে হবে। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে’র সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
নগরীর লাভলেনস্থ সিএমইউজে কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিষ্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো বহাল তবিয়তে, তাই ছাত্র জনতার বিজয় এখনো পুরোপুরি অর্জন হয়নি।
হাসিনার দোসররা সংখ্যালঘু কার্ড নিয়ে হিন্দুত্ববাদ এবং ভারতীয় আধিপত্যবাদ নানা ধরনের চক্রান্তে লিপ্ত। এই চক্রান্ত প্রতিহত করা না গেলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এই হুমকি প্রতিহত করতে হলে জুলাই বিপ্লবের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে একাধিক সংগঠনের আবির্ভাব হয়েছে যা আধিপত্যবাদ বিরোধী আন্দোলনকে দুর্বল করে দিতে পারে। সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে মাঠে নামার জন্য তিনি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তিকে মাঠে নামার আহবান জানান। নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণ আসন্ন উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, নির্বাচনের জন্য তাড়াহুড়া করতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিসমূহের মধ্যে দূরত্ব সৃষ্টি করা যাবে না।
সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক দৈনিক আমার দেশ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি, সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সিএমইউজের সাংগঠনিক সম্পাদক ও ৭১ টেলিভিশনের বিভাগীয় ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান মজুমদার নাজিমুদ্দিন, সিএমইউজের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, বাসসের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আরিফ, সিনিয়র সদস্য মো. আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, শাহনেওয়াজ রিটন, সাংবাদিক ফারুক মুনির, এম এ হোসাইন, মিলাদ মুন্না, মোহাম্মদ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি