পূর্বদেশ ডেস্ক
টেকনাফে অভিযান চালিয়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, বুধবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফের নোয়াপাড়া নাফ নদের আদমের জোড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। পরে নাফ নদীতে কৌশলগত অবস্থানকালে ৪-৫ জন ব্যক্তি বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে রাতের আঁধারে নৌপথে সীমান্তের ওপারে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। খবর বাংলা ট্রিবিউনের।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান আরও জানান, বিজিবি সদস্যরা ওই এলাকা তল্লাশি করে মাটিতে পুঁতে রাখা চারটি বস্তা উদ্ধার করে। পরে বস্তার ভেতর থেকে ৪ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার মাদকদ্রব্য প্রচলিত আইন অনুযায়ী কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। মাদক পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।