সাতকানিয়া প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসন গভীর রাতে অভিযান চালিয়েছে। অভিযানের খবর পেয়ে মাটি খেকোরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাটি কাটায় ব্যবহৃত ২টি স্কেভেটর জব্দ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল শনিবার ভোর ৪টা পর্যন্ত উপজেলার এঁওচিয়া ছনখোলা ও কেঁওচিয়া তেমুহনী এলাকায় কৃষি জমির টপসয়েল রক্ষায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস।
ইউএনও মিল্টন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, আবাদি জমি রক্ষার স্বার্থে প্রতিদিন রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে মাটি খেকোরা ডাম্পার ট্রাক নিয়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কেটে নেওয়া দন্ডনীয় অপরাধ। যদি কেউ কৃষি জমির মাটি কাটার সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে সাতকানিয়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ইউএনওকে সহযোগিতা করেন।