মাওলা আলী আলাইহির শুভাগমন দিবসে সালাতু সালাম মাহফিল

1

আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনা বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে খলিফাতুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলায়ে আলা মাওলা আলী আলাইহিস সালামের শুভাগমন দিবসে শোকরিয়া ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়। ১৩ জানুয়ারি চট্টগ্রাম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সালাতু সালাম মাহফিলে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব’র কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ।
এসময় বক্তারা বলেন, ‘নুরে রেসালাত প্রাণপ্রিয় আহলে রাসুল ঈমান এবং পবিত্র আহলে রাসুলের দুশমন ও দুশমনদের দালাল হকের দুশমন কাফের, ঈমান দ্বীন খেলাফত ও ইনসানিয়াতের দায়িত্ব পালন করাই আহলে রাসুলের ভালোবাসা। প্রাণাধিক প্রিয়নবীর বন্ধন, ঈমানের অবিচ্ছেদ্য সত্তা, হকের মানদন্ড, সকল মুমিনের মাওলা, খলিফাতুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলায়ে আলা মাওলা আলী আলাইহিস সালাম।’ বিজ্ঞপ্তি