মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে ঈদুল ফিতর এর জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। এতে গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.)-র আওলাদে পাকগণ ও হাজারো আশেক ভক্ত ও মুসল্লীদের নিয়ে ঈদ জামাতে অংশ নেন বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, ত্বরিকায়ে মাইজভান্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.)-র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মন্জিল এর সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মজিআ)। ঈদ জামাতে অংশগ্রহণের পূর্বে তিনি আশেক ভক্ত জায়েরীনদের নিয়ে নুরুল আলম গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.)-র মাজার শরীফ জিয়ারত করেন এবং মুনাজাতে অংশগ্রহণ করেন। ঈদ জামাত পরবর্তীতে মাইজভান্ডার শরীফস্থ গাউসিয়া হক মনজিল এ কেন্দ্রীয় মিলাদ কিয়াম ও মুনাজাত হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মজিআ)’র সদারতে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মিলাদ ও কিয়াম শেষে দেশ-জাতি ও উম্মাহ্র সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করে সকল সংকট হতে উত্তরণের জন্য আল্লাহতা’আলার দরবারে ফরিয়াদ করা হয়।
কেন্দ্রীয় মিলাদ কিয়াম ও মুনাজাত শেষে তিনি আগত ভক্ত জায়েরীন, শিশু-বৃদ্ধ সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাউসিয়া হক মনজিল এর পক্ষ হতে আগত সকল ভক্ত জায়েরীনদের জন্য সর্বজনীনভাবে তবাররুকাত হিসাবে রান্নাকৃত ঈদের সেমাই ঈদ আনন্দকে বাড়িয়ে দেয়। বিজ্ঞপ্তি