দরবার এ গাউসুল আজম মাইজভান্ডারী (ক.)-র গাউসিয়া হক মঞ্জিলে গাউসুল আজম বিল বিরাসাত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী (ক.) প্রকাশ বাবা ভান্ডারীর চাহরাম শরীফ যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় মিলাদ, কিয়ামে অংশগ্রহণ ও মুনাজাত পরিচালনা করেন হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.)-র প্র-প্রপৌত্র রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মাজিআ)।
তিনি ওরশ মোবারক এ হাজির হয়ে বরকত হাসিলের সুযোগ লাভের জন্য, রমজানের নাজাতের শুভক্ষণের জন্য, চাহরাম শরীফ এ হাজির হওয়ার সুযোগ লাভের জন্য এবং এতগুলো নেয়ামত দিয়ে সকলকে দয়া করার জন্যে সকলের পক্ষে আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে অফুরন্ত শোকরিয়া আদায় করেন। এই পবিত্র চাহরাম শরীফ উপলক্ষে আয়োজিত গাউসিয়া হক মঞ্জিলে সকল আয়োজনকে কবুল করার ফরিয়াদ জানিয়ে তিনি সকলের রিজিকের বরকত, পারিবারিক শান্তি, অশান্তি হতে মুক্তি, পিতা-মাতা-পরিবারের খেদমতের সুযোগ প্রদানের জন্য, সর্বোপরি বিশ্বমানবতার খেদমতের সুযোগ প্রদান করার আল্লাহ সুবহানাহুতাআলার দরবারে ফরিয়াদ করেন। বিজ্ঞপ্তি