শব-ই বরাতের মহিমান্বিত রাতে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে ইমামুল আউলিয়া হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)’র রওজা শরীফে নামাজ-পরবর্তী মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। এতে গাউসুলআজম শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী প্রকাশ ছোট হুজুর কেবলা এই বরকতময় রাতে সকলের তরে ফরিয়াদ করেন। এসময় উপস্থিত ছিলেন দরবারে গাউসুলআজম মাইজভান্ডারী গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব মুন্তাজেম শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভান্ডারী (ম.)সহ অসংখ্য জায়েরীন মুহিব্বীনবৃন্দ। বিজ্ঞপ্তি