মাইজভান্ডার দরবারে ইফতার মাহফিল

1

ফটিকছড়ি প্রতিনিধি

প্রতিবছরের ন্যায় এবছরও মাইজভান্ডার দরবারে রোজাদার মুমিনদের জন্য ৩০ রমজান ব্যাপী ইফতার মাহফিল আয়োজন করেছেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেম সাজ্জাদানশীন হযরত ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি(ম.)। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার মঞ্জিলে আশেক ভক্ত, মুরিদান ও এতিমদের নিয়ে ইফতার করেছেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন হযরত সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারি (ম.)। এসময় দরবারে আওলাদবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে মুনাজাতে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর সুখ ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।