গাউছুল আজম মাইজভান্ডারী শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ এর জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর (ম.) পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন, মাইজভান্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (ম.)’র সার্বিক তত্ত্বাবধানে সমাপ্ত হয়েছে গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত ৫ পারা ও ১০পারা উভয় গ্রুপের ফাইনাল রাউন্ডে মোট ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। গ্র্যান্ড ফাইনালে ৮টি বুথে ১৬জন অভিজ্ঞ বিচারকের মাধ্যমে দুই ধাপে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়ে সেরা ২০ জন থেকে উভয় গ্রুপে ৫জন করে স্বর্ণ-রৌপ্য পদক, ক্রেস্ট ও প্রাইজবন্ডসহ সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বিজয়ী মুকুট পরানো হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরীতে সর্বমোট ১ লক্ষ টাকার অধিক পুরষ্কার প্রদান করা হয়। গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা পুরষ্কার এবং প্রতিযোগীদের শিক্ষকদের জন্য রয়েছে বিশেষ সম্মাননা ক্রেস্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.)। বিশেষ অতিথি ছিলেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (ম.), সৈয়দুল হক খান ট্রাস্টের ট্রাস্টি সৈয়দুল হক খান, শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন এবং সহযোগী অধ্যাপক ড. ওসমান মেহেদী। বিজ্ঞপ্তি