মাইজভান্ডারী সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদবস্ত্র-সামগ্রী প্রদান

4

গত ৭ এপ্রিল রবিবার ঈদুল ফিতর উপলক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে সৈয়দ মোহাম্মদ হাসান (ম.) মাইজভান্ডারীর নির্দেশনায় প্রতি বছরের ন্যায় ঈদুল ফিতর উপলক্ষে বুধবার ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক বাবু ধীমান দাস, কাউন্সিলর রফিকুল আলম, নির্বাহী সদস্য ডা. বরুণ কুমার আচার্য বলাই, মাষ্টার কবির আহমদ, বাবু তরুণ কুমার আচার্য, টিটু চৌধুরী, আব্দুল হামিদ সওদাগর।
এসময় বক্তারা বলেন, মওলা হুজুর মাইজভান্ডারী কেবলা কাবার বাণী ও আদর্শকে অনুসরণ করলে প্রত্যেক মানুষ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, মানব জীবনের অসচ্ছল দু:স্থ ও মানুষের পাশে দাড়ানো প্রত্যেক আশেকানে হক ভান্ডারিরদের দায়িত্ব।
তাই এলাকার বিত্তবান লোকেরা মানব কল্যাণের কাজে অঅংশগ্রহণ অনস্বীকার্য। তারই ধারাবাহিকতায় শাহানশাহ কাবার আদর্শকে বুকে ধারণ করে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা বিগত ২০ বছর ধরে এই কার্যক্রম পরিচালনা করে আসছে।
এতে আরাও গুণী ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বাবু রতন কুমার চৌধুরী, সমর কান্তি দাশ, শিপ্রাবসু মল্লিক, কৃষ্ণ বৈদ্য, ঝুমুর সর্দার, বিপ্লব চৌধুরী, মানিক বড়ুয়া, শিবু ভট্টাচার্য প্রমুখ। বিজ্ঞপ্তি