মাইজভান্ডারী মানবকল্যাণ সংস্থা কার্যকরি পরিষদের অভিষেক

0

মাইজভান্ডারী মানবকল্যাণ সংস্থার ৪র্থ কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠান, মাইজভান্ডারী গীতিকার সংবর্ধনা ও সেমা মাহফিল গত ২৬ জুন ফটিকছড়ির বিবিরহাটস্থ সানমুন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক এড. মো. জাবেদ মোরশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খাদেম মো. এমদাদ হোসেন। ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্যাংকার মুহাম্মদ হামিদুল কাওসার। প্রধান অতিথি ছিলেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ.ওয়াই. এমডি জাফর। স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান ডিউ। প্রধান আলোচক ছিলেন তারুণ্যের সংগঠন তাজকিয়া’র প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী সৈয়দ আবু নাসের নূর (অন্ত)। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী, ফটিকছড়ি বার কাউন্সিলেরর সভাপতি অ্যাড. মো. লিয়াকত আলী চোধুরী ও বার কাউন্সিলের সদস্য অ্যাড. আবদুল মান্নান। আরো উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক মো. জয়নাল আবেদীন, ব্যাংকার জয়নাল আবেদীন জয়, উপদেষ্টা আশীষ চক্রবর্তী, মো. রাসেল, মো. মমতাজ তালুকদার, মো. শাওন প্রমুখ। ২য় অধিবেশনে প্রধান আলোচক ছিলেন মাইজভান্ডারী গবেষক, শোকর-এ মওলা মনজিলের প্রতিষ্ঠাতা শাহেদ আলী চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন মাইজভান্ডারী মরমী গবেষক ও প্রাবন্ধিক লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি আল-আইন সানাইয়া শাখার সাবেক সভাপতি ইঞ্জিঃ আব্দুল্লাহ আনছারি, আশেকানে হক ভান্ডারী শোকর-এ মওলা মঞ্জিলের উপদেষ্টা আবু সাদাত মোহাম্মদ সায়েম (সুমন), হক কমিটি বোয়ালখালী উপজেলার সমন্বয়ক আরেফিন রিয়াদ, হক কমিটি চক্রশালা-২ এর আইয়ুব মুছা, পেলাটিলা শাখার সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আজাদ, পটিয়া পৌরসভা শাখার সাবেক সভাপতি সাইফুল ইসলাম সোহেল, কাউয়ালী শিল্পী মোহাম্মদ আকিক। শেষে আধ্যাত্মিক জলসা সেমা মাহফিল পরিবেশন করেন শিল্পী মো. আকিক। বিজ্ঞপ্তি