নগরীর হামজারবাগস্থ শাহানশাহ হক ভান্ডারী খানকাহ্ শরীফে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি-বাংলাদেশ’র সাংগঠনিক সমন্বয়কারীদের পরিচিতি সভা গত ১৪ জুন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মো. রেজাউল আলী জসিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পর্ষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম ও মীর সফিউল আজম নিজামের যৌথ সঞ্চালনায় সভা পবিত্র কোরআন শরীফ হতে তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও মাইজভান্ডারী কালাম পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয়। সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় পর্ষদ সহ-সভাপতি এ.ওয়াই এমডি জাফর, সৈয়দ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী মো. ইউসুফ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, শাহেদ আলী চৌধুরীসহ কেন্দ্রীয় পর্ষদ সদস্য ও সাংগঠনিক সমন্বয়কারীবৃন্দ। সভায় সাংগঠনিক সমন্বয়কারীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত, প্রস্তাব ও পরামর্শ প্রদান করেন। মিলাদ কিয়াম ও দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাওলানা হাবিবুল হোসাইন। শেষে উপস্থিত সকলের মাঝে তবাররুকাত পরিবেশন করা হয়। সভায় মো. রেজাউল আলী জসিম চৌধুরী বলেন, সাংগঠনিক সমন্বয়কারীদের উপর অর্পিত দায়িত্ব দরবারের তরফ হতে একটি পবিত্র আমানত। এই আমানতের পবিত্রতা, গুরুত্ব ও মূল্য উপলব্ধিতে আনার মাধ্যমে সেই আমানতের হক আদায়ের চেষ্টার ভেতর দিয়ে তিনি সকলের উপর অর্পিত দায়িত্ব পালনে সকলে সফলকাম হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি