গত ১৪ জুন হামজারবাগস্থ শাহানশাহ হক ভান্ডারী খানকাহ্ শরীফ এ গাছের চারা রোপণের মাধ্যমে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী প্রতি বছরের মতো মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন। মাইজভান্ডারী গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর আওতাধীন আট শতাধিক শাখা কমিটির সদস্যবৃন্দকে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধকরণ চেষ্টার অংশ হিসেবে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ প্রতি বছর এই কর্মসূচি ঘোষণা করে থাকে। এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, পরিবেশ দূষণের মাত্রা কমিয়ে আনতে ও পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে নিয়মিত গাছের চারা রোপণের বিকল্প নেই। ত্বরিকতের হুকুম আহকাম পালনের সাথে সাথে সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে প্রতিটি শাখা কমিটির প্রত্যেক সদস্যকে অন্তত একটি ফলজ ও একটি বনজ গাছের চারা রোপণের জন্য উদ্বুদ্ধ করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। তিনি মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এর সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.)-’র দেখানো পথে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি