গত ১০ অক্টোবর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ড কার্যালয়ে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি মাঝির ঘাট ২৯ নং ওয়ার্ড ও ৩০ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে দক্ষিণ মাদারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ৩১তম ওরস শরীফ উপলক্ষে ১লা অক্টোবর থেকে ১০ দিন ব্যাপী সেবা মুলক কর্মসুচীর সমাপনী এ সভায় মো: মেজবাহুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের প্রতিষ্ঠাতা সভাপতি মীর নাজমুল আহসান রবিন এবং বিশেষ অতিথি হিসেবে মো. আদনানুল ইসলাম, মো আমিনুল ইসলাম সোহেল, রোটারি ক্লাব অব চিটাগাং হিলটাউনের সাবেক সভাপতি নোটন প্রসাদ ঘোষ, মিন্টু রহমান, রোটারিয়ান জানে আলম ও মো. নুর হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন মো: তুহিন, মো: হাবিব, মো: সোলেমান ও মো রাসেদ। বিজ্ঞপ্তি