মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির ইফতার সামগ্রী বিতরণ

1

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি ৮ মার্চ বাদে আসর ভান্ডার শরীফ পূর্ব আজিমনগর ৩নং ওয়ার্ড শাখার পক্ষ হতে মাইজভান্ডার পশ্চিম শিল্প পাড়া, বোরহানউদ্দিন খলিফার বাড়ি, আদু মেম্বার বাড়ি, অলি কাজির বাড়ি, পাঠানপাড়া, দমদমা এলাকার অসহায় ১৫ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার মাহফিল মোহাম্মদ তামজিদ হোসাইনের সঞ্চালনায় কাজী মোহাম্মদ মুছার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তুলে দেওয়া হয়। এতে অতিথি ছিলেন মাস্টার মোহাম্মদ নাসির ও আকতারুজ্জামান বাবর চৌধুরী। সম্মানিত আলোচক ছিলেন হাফেজ মাওলানা আবুল কালাম। বক্তাগণ মহান মুর্শিদ আওলাদে রাসুল আওলাদে গাউসুল আযম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.)’র দিকনির্দেশনা মেনে দ্বীন মাযহাব, তরিকত মানবতার খেদমতে করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
উপস্থিত ছিলেন হক কমিটি রোসাংগীরি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, রহমানিয়া বাজার শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অত্র কমিটির উপদেষ্টা, সম্পাদক, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি