বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, দ্বীনের দাওয়াত সর্বস্তরের মানুষের নিকট পৌঁছাতে হবে। জনগণের সুখে দুখে পাশে দাঁড়াতে হবে। তিনি সমাজসেবার মাধ্যমে মানুষের সেবা করার জন্য সকলকে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। তিনি বলেন, গ্রামে গঞ্জে সংগঠনকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ ও মজবুত করতে হবে। মহেশখালী কুতুবদিয়া ফোরাম চট্টগ্রাম’র এক ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুতুব শরিফ দরবারের প্রধান শাহজাদা ও মুহাদ্দিস মাওলানা মুনিরুল মন্নানের সভাপতিত্বে স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, সমাজসেবক আমির হোছাইন, আবু হেনা মোস্তফা কামাল, জাকের হোসেন, মাওলানা সেলিম জাহাঙ্গীর, কামাল হোসাইন কুতুবী, মোহাম্মদ ইসমাইল খান, আক্কাস উদ্দিন, নান্না মিয়া, ছাত্রনেতা আনোয়ার হোসেন, আজিজুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি