মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে লবণ চাষি নিহত

1

মহেশখালী প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে শফিউল আলম (২৭) নামে এক লবণ চাষি নিহত হয়েছে। তিনি উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের চিকনি পাড়া গ্রামের মৃত নজির আহমদের ছেলে।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের অভিযোগ, বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর সময় পথচারী লবণ চাষীকে গুলি করে। সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে শফিউল আলম গুলিবিদ্ধ হয়ে মারা যান।
নিহতের বড় ভাই মনিরুল আলম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনীপাড়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা কালারমারছড়া এলাকার দাগী সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়। অভিযান চলাকালে সন্ত্রাসীরা উপক‚লীয় প্যারাবনের দিকে পালাচ্ছিল। এসময় আমার ভাই শফিউল আলম লবণ মাঠ থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের সামনে পড়লে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে কোস্ট গার্ডের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ বলেন, ঘটনার খবর পেয়ে নিহত শফিউল আলমের লাশ মহেশখালী হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।