মহেশখালীতে যৌথ বাহিনীর অভিযানে করাতকল উচ্ছেদ

2

মহেশখালী প্রতিনিধি

মহেশখালী উপজেলার হোয়ানক ইউপির ধলঘাট পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি অবৈধ ভাবে বসানো করাতকল উচ্ছেদ করা হয়েছে। মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মীকি মারমার নেতৃত্বে গতকাল রবিবার ৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে মহেশখালী বন বিভাগ যৌথ বাহিনী সাথে নিয়ে অভিযান পরিচালনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন শেখ আবুল কালাম আজাদ এসিএফ কক্সবাজার, নৌবাহিনী, পুলিশ ও বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক, কেরুনতলীর বিট অফিসারসহ বিভিন্ন বিটের অফিসারবৃন্দ, ফরেষ্টার ও গার্ড সদস্যরা অভিযানে ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, সরকার পরিবর্তনের সুযোগকে কাজে লাগিয়ে হোয়ানক ইউপির ধলঘাট পাড়া এলাকার মৃত রশিদ আহমেদ এর ছেলে আনচারুল করিম পরিবেশ আইনকে তোয়াক্কা না করে অবৈধ ভাবে করাতকল বসায়। আর এতে স্থানীয় সচেতন মহলের মাঝে চরম হতাশায় ও আতংক বিরাজ করে। পরে খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে উক্ত করাতকলটি উচ্ছেদ করা হয় এবং করাতকলের মালামাল জব্দ করে বন বিভাগের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।
এব্যাপারে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক এর সাথে কথা হলে তিনি জানান, একেবারে পাহাড়ের সন্নিকটে অবৈধ ভাবে একটি করাত কল বসানোর খবর পেয়ে, যৌথ বাহিনী সাথে নিয়ে অভিযান পরিচালনা করে করাতকলটি উচ্ছেদ করে দেওয়া হয় এবং সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।