মহেশখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

2

মহেশখালী প্রতিনিধি

দেশজুড়ে অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে মহেশখালী থানা পুলিশের অভিযানে উপজেলা যুবলীগ নেতা ও কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাড. শেখ কামাল গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার সময় কুতুবজোমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মহেশখালী থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে কামালকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা রয়েছে, আর কি কি মামলা আছে তার খোঁজ নেওয়া হচ্ছে।
জানা গেছে, কক্সবাজার সদর মডেল থানায় তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলাসহ পরিবেশ আইনে বনবিভাগের মামলা রয়েছে বলে জানা গেছে।