মহেশখালী প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুন্নবী (২০) ওই এলাকার মোহাম্মদ ফরিদ মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, দক্ষিণ মাইজপাড়া এলাকার এক তরুণীর সাথে একই ইউনিয়নের সিপাহী পাড়া এলাকার মো. সাগর নামে এক ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সাগর তার প্রেমিকার সাথে দেখা করতে আসে। এ সময় ওই তরুণীর পরিবার ও স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সাগরকে আটক করে রাখেন। সেখান থেকে এক পর্যায়ে সাগর পালিয়ে যায়। তবে এর কিছু সময় পর সাগর দলবল নিয়ে ফের ঘটনাস্থলে এসে তার প্রেমিকার চাচাতো ভাই নুরুন্নবীর উপর হামলা চালায় এবং কুপিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী নুরুন্নবীকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায়সার হামিদ জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছেন।