মহেশখালী প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীর নিজ বসতবাড়িতে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আবুল হোসেন আবু (৫২) উপজেলার কালামারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের মৃত আলী হোসেনের পুত্র। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় কালামারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ছেলে সাইফুল ইসলাম সুমন জানান, গভীর রাতে ১০/১২ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী ঘরে ঢুকে সবাইকে বেঁধে ফেলে এবং বাড়ির উঠানে নিয়ে গিয়ে তাদের পিতা আবুল হোসেন আবুকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তাদের পিতা। সুমন আরো জানান, পার্শ্ববর্তী হোছন বহদ্দারের সাথে নিহত মাছ ব্যবসায়ী আবুল হোসেন আবুর জায়গা জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মনোমালিন্য চলে আসছিল। হয়তো প্রতিপক্ষের লোকজন পূর্বশত্রুতার জের ধরে ঘটনাটি ঘটিয়েছে। এ ব্যাপারে তারা মামলার প্রক্রিয়া করছেন।
খবর পেয়ে মহেশখালী থানা পুলিশে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ জানান, বিষয়টি খুবই মর্মান্তিক, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে। অপরাধী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।