মহেশখালী প্রতিনিধি
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মিয়াজির পাড়া এলাকায় কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিকীকে (৪৫) অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু বক্কর ওই এলাকার ফরিদুল আলমের ছেলে।
মহেশখালী থানা সুত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা এবং মহেশখালী থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে আবু বক্কর ছিদ্দিকর বাড়িতে। এসময় ৩টি দেশিয় পিস্তল, ৭ রাউন্ড তাজা কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল,৪টি রামদা উদ্ধার করা হয়।
মহেশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত জানান, বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা এবং মহেশখালী থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে আবু বক্কর ছিদ্দিক নামের একজন অস্ত্রধারীকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তারকৃত আবু বক্কর ছিদ্দিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হওয়ায় প্রক্রিয়াধীন বলে জানান ওসি।