মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের কল্যাণের কথা চিন্তা করেছেন

48

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোক্তা, সাবেক মেয়র মুক্তিযোদ্ধা ও এবিএম মহিউদ্দিন চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউনিভার্সিটির উদ্যোগে নগরীর জিইসি মোড়ে ভার্সিটির কেন্দ্রিয় মসজিদে গতকাল শনিবার, বাদে আসর খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহীত উল আলম, রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আবু তাহের ও ডেপুটি রেজিস্ট্রার খুরশিদুর রহমান,ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন মঈনুল হক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আকরামুল কবির খান, প্রক্টর আহমদ রাজীব চৌধুরী, গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও আবদুর রহিম, আইন বিভাগের সহকারী অধ্যাপক নুর মোহাম্মদসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
ইঞ্জিনিয়ার আবু রাসেল চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে মহিউদ্দিন চৌধুরীর আত্মার শান্তি কামনায় মুনাজাত করা হয়। এর পূর্বে অধ্যাপক ড. মোহীত উল আলম এবিএম মহিউদ্দিন চৌধুরীর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করে বলেন, মানুষকে বড়ো হওয়ার জন্য মনের দারিদ্র দূর করতে হয়। এই দারিদ্র মানে মনের অন্ধকার। শিক্ষার মাধ্যমে এই অন্ধকার দূরীভূত করা সম্ভব। মানবতাবাদী রাজনৈতিক নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী এ কারণে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। তিনি আরও বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরীর চট্টগ্রামে কারণে শিক্ষা, চিকিৎসা ও রাস্তা-ঘাটের বিস্তার করেছেন। তিনি চট্টগ্রামের মানুষকে ভালবাসতেন বলেই তাদের অন্তরে তাঁর জায়গা হয়েছে। চট্টগ্রামের মানুষ তাঁকে কোনদিন ভুলবে না, ভুলতে পারবে না। তিনি অমর।
দোয়া, মিলাদ মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন গরীবুল্লাহ শাহ-র মাজার ও মসজিদের খতিব মাওলানা আনিসুজ্জামান। শেষে চশমা হিলস্থ পারিবারিক কবরস্থানে মহিউদ্দিন চৌধুরীর কবরে প্রিমিয়ার ইউনিভার্সিটির কর্মকর্তা-কর্মচারি, গণিত বিভাগ, তড়িৎ প্রকৌশল বিভাগ, ইংরেজি বিভাগ, ব্যবসা-শিক্ষা অনুষদ,আইন অনুষদ,কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, স্থাপত্য বিভাগ ও অর্থনীতি বিভাগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে। খবর বিজ্ঞপ্তির