এবিএম মহিউদ্দিন চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী এক্স কাউন্সিলর ফোরামের উদ্যোগে মরহুমের কবর জেয়ারত পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহাফিল, কোরআন খতম, খতমে গাওসিয়া, খতমে খাজেগান সবশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলস্থ বাস ভবনে আওয়ামী এক্স কাউন্সিলর ফোরামের সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বদিউল আলম এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ এর সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা নইম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি এডভোকেট সুনীল সরকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ডীন সেকান্দর চৌধুরী, ড. সুলতান আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা হলের প্রভোস্ট ড.হেলাল উদ্দীন, মহানগর আওয়ামী লীগ নেতা শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ সমশের, তথ্য ও গবেষণা চন্দন ধর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ মসিউর রহমান, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, উপ দপ্তর জহর লাল হাজারী, সাবেক কাউন্সিলার পেয়ার মোহাম্মদ, সাবেক প্যানেল মেয়র মো.হোসেন, আবু তাহের, ফয়েজ আহমদ, জাবেদ নজরুল, মো.ইসহাক, জসিম উদ্দীন, শহীদ্দুলাহ, মো.আসলাম প্রমুখ। সভায় প্রধান অতিথি মাহতাব চৌধুরী বলেন মহিউদ্দীন চৌধুরী চট্টগ্রাম ও সমগ্র রাজনৈতিক স্থান জুড়ে অভিন্ন। মহিউদ্দিন চৌধুরী হীন চট্টগ্রামকে ভাবা যায় না। তিনি ছিলেন আমাদের রাজনৈতিক পীর, মুকুটহীন সম্রাট। বিশেষ অতিথি নইম উদ্দিন চৌধুরী বলেন মহিউদ্দিন চৌধুরী আমাদের মাঝে নেই এটা ভাবতে পারছি না। সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সদস্য সৈয়দ আমিনুল হক, মহানগর আওয়ামী লীগ সদস্য ও সাবেক কাউন্সিলর মো. ইয়াকুব, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান,শেখ সরওয়ার্দী, মহানগর যুবলীগ এর সদস্য জাবেদ খান, মেজবাহ উদ্দীন রুবেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ নাথ দেবু, সিরাজুল হক, মো.আলী, মহানগর যুবলীগ নেতা এম কে আলম বাসেদ, মহিউদ্দীন মহি, মোবারক আলী, ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিজাম শাহরিয়ার রিসাদ আলী, সোহরাব হোসেন তুষার প্রমুখ। খবর বিজ্ঞপ্তির