হাটহাজারী প্রতিনিধি
আগামী ৩ মে রাজধানী ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংগঠনের এক বিশেষ বৈঠক মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বাদ এশা ফটিকছড়ির বাবুনগরের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমীর মুফতী জসিম উদ্দীন, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মুফতী হারুন ইজহার, মাওলানা নাসির উদ্দীন মনির, মাওলানা মীর ইদরিস, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতী বশিরুল্লাহ, মাওলানা মনির হুসাইন কাসেমী, মুফতী জাবের কাসেমী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আলী আকবার কাসেমী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ বাবুনগরী, মাওলানা মাহমুদুল হুসাইন ও মাওলানা নিজাম সাঈদ প্রমুখ।
বৈঠকে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা এবং এ উপলক্ষে আগামী ২০ এপ্রিল রাজধানীতে হেফাজতের মজলিসে আ’মেলা তথা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সারাদেশের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে।