শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা করলেন চট্টগ্রাম নগরীর সনাতন ধর্মাবলম্বীরা। প্রতি বছরের মত এবারও নগরীর পাথরঘাটায় শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী পূজার আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার সকালে কুমারী পূজায় অঞ্জলি দিতে ভক্তরা ভিড় করেন সেখানে। এবারের পূজায় কুমারী রূপে দেবীর আসনে ছিল ১০ বছর বয়সী প্রীত ধর ও ১১ বছর বয়সী শুভদ্রা বিশ্বাস। দুই জনের বয়সই ১০ বছরের ওপরে হওয়ায় শাস্ত্রমতে তাদের নাম ‘অপরাজিতা’। খবর বিডিনিউজ’র
কুমারী পূজা পরিচালনাকারী শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরের পুরোহিত শ্রীমৎ শ্যামল সাধু মোহন্ত মহারাজ বলেন, কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। আবার কুমারীরা শুদ্ধতার প্রতীক হওয়ায় মাতৃরূপে ঈশ্বরের আরাধনার জন্য কুমারী কন্যাকে নির্বাচিত করা হয়। মূলত নারীকে যথাযথ মর্যাদায় অধিষ্টিত করতে কুমারী পূজা করা হয়। মাটির প্রতিমায় যে দেবীর পূজা করা হয়, তারই বাস্তবরূপ কুমারীর পূজা। কুমারীতে সমগ্রজাতির শ্রেষ্ঠ শক্তি, পবিত্রতা, সৃজনী ও পালনী শক্তিসহ সকল কল্যানী শক্তি সুহ্মরূপে বিরাজিত। দুর্গা পূজায় কুমারী পূজা হল অশুভ, অন্যায়, পাপ পঙ্কিলতার বিরুদ্ধে ন্যায়, পূর্ণ, সত্য ও সুন্দরের আরাধনা।
এর আগে পূজার শুরুতে দুই কুমারীকে ফুল, চন্দন, বেলপাতা, তুলসি পাতা দিয়ে মন্ত্রপাঠ আর স্তুতিতে তাদের বন্দনা করা হয়। পূজা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলি দেন। এছাড়া নগরীর রাজা পুকুর লেইন পঞ্চমাতা বিগ্রহ বাড়ি ও সেবাশ্রমেও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।