মহারাষ্ট্রে বিজেপি, ঝাড়খন্ডে সরকার গড়বে জেএমএম

1

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে মহাযুতি সরকার ক্ষমতায় ফিরতে চলেছে। অপরদিকে ঝাড়খন্ডে ঐতিহ্যের ধারা ভেঙে ইতিহাস গড়লেন হেমন্ত সোরেন। শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকেই এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর ছিল গোটা দেশের। এছাড়া বিহার, রাজস্থান, পাঞ্জাব, কেরালাসহ বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফলও এরইমধ্যে সামনে এসেছে। কেরালার হেভিওয়েট ওয়েনাড লোকসভা কেন্দ্রের দিকেও নজর ছিল সবার। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এই আসন থেকেই বিরাট লিড পেতে চলেছেন। মা সোনিয়া ও বড় ভাই রাহুলের মতো এবার সংসদ সদস্য হতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। লোকসভা ভোটে উত্তর প্রদেশের রায়বেরিলি ও কেরালার ওয়েনাড দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন রাহুল। পরে ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনে জীবনে প্রথমবার ভোটপ্রার্থী হন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার জয় নিয়ে কখনও কোনও সংশয় ছিল না। তবে আগ্রহ ছিল রাহুলের চেয়ে বেশি ভোট পেয়ে বেশি ব্যবধানে তিনি জেতেন কিনা। বিকাল ৪টা পর্যন্ত ভোট গণনায় দেখা গেছে, প্রিয়াঙ্কা তার দুই নিকট প্রতিদ্ব›দ্বীর চেয়ে ৪ লাখের বেশি ব্যবধানে এগিয়ে। মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট মহারাষ্ট্রে মহাযুতি সুনামি তুলেছে। রাজ্যে বড় ধাক্কা খেয়েছে এমভিএ। অপরদিকে ঝাড়খন্ডের মসনদ ধরে রাখল হেমন্ত সোরেন। মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি একাই এগিয়ে রয়েছে ১৩০টি আসনে। শিবসেনা (শিন্ডে) এগিয়ে ৫৬টি আসনে। এনসিপি (অজিত গ্রæপ) এগিয়ে রয়েছে ৬৫টি আসনে। কংগ্রেস রাজ্যে এগিয়ে রয়েছে মাত্র ১৯টি আসনে। শিবসেনা (ইউবিটি) এগিয়ে রয়েছে মাত্র ১৬টি আসনে। এনসিপি (শরদ পাওয়ার) ১৩টি আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে ঝাড়খন্ডের ৮১টি আসনের মধ্যে ৫১টিতে এগিয়ে রয়েছে জেএমএমের নেতৃত্বাধীন মহাজোট। ২৮টিতে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যান্যরা এগিয়ে রয়েছে একটি আসনে। পাশাপাশি ভারতের মোট ৪৮ বিধানসভার উপনির্বাচনে বিজেপি একাই পেয়েছে ২৩টি আসন। অপরদিকে, ইন্ডিয়া জোটের সব শরিক মিলিয়ে পেয়েছে ২৫টি। উত্তরপ্রদেশে ৯টি বিধানসভার উপনির্বাচনে বিজেপি সাতটি আসনে জয় পেয়েছে। আর আসামে পাঁচটির সবকটিতে, বিহারে চারটির মধ্যে চারটিতেই, ছত্তিশগড়ের একটিতে, গুজরাটে একটি, মধ্যপ্রদেশে একটি এবং রাজস্থানে পাঁচটি আসন পেয়েছে বিজেপি।