রাউজানের মহামুণি পাহাড়তলী বিধবা ও শিশু কল্যাণ কেন্দ্রে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ১৭ মে খাবার এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। টুইজ্যা মইসাং গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠানে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও শিক্ষা বিষয়ক আলোচনাও হয়। এতে অংশ নেন ডাক্তার হিমাদ্রি বড়ুয়া, ডাক্তার চন্দ্র মল্লিকা বড়ুয়া, নাট্যজন অনুপম বড়ুয়া পারু, সংগঠক কাঞ্চন বড়ুয়া, সাংবাদিক নীলরতন বড়ুয়া, সমাজকর্মী আশীষ বড়ুয়া, শিক্ষক অর্পণ বড়ুয়া, চুমকি বড়ুয়া ও তন্দ্রা বড়ুয়া প্রমুখ। সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নাচে-গানে, আড্ডায় দিনটি অতিবাহিত হয়। বিজ্ঞপ্তি