মহাভারতের দ্রৌপদী হচ্ছেন দীপিকা

149

প্রাচীন ভারতের মহাকাব্য মহাভারতের কেন্দ্রীয় নারী চরিত্র দ্রৌপদী। তিনি ছিলেন অনিন্দ্য সুন্দরী। মানবীর শরীরে যাকে বলা যেতো সাক্ষাৎ দেবী! ঐতিহাসিক এই চরিত্রে বড় পর্দায় এবার হাজির হচ্ছেন দীপিকা পাড়–কোন।
শুক্রবার (২৫ অক্টোবর) নতুন এই কাজের সুখবর দেন তিনি।
বিশাল ক্যানভাসে নাম চ‚ড়ান্ত না হওয়া ছবিটি প্রযোজনাও করবেন ৩৩ বছর বয়সী এই তারকা। এটি দুই কিংবা তিন ভাগে তৈরি হবে। প্রথম পর্ব মুক্তি পাবে ২০২১ সালের দিওয়ালিতে।
ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস জানিয়েছে, দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকে গল্পটি সাজানো হয়েছে। দীপিকা এর কারণ ব্যাখ্যা করেছেন, ‘পৌরাণিক কাহিনি ও সাংস্কৃতিক প্রভাবের জন্য মহাভারত জনপ্রিয়। অনেকে মহাভারত থেকে জীবনের অনেক শিক্ষা নিয়ে থাকেন। তবে তাদের বেশিরভাগই পুরুষ। তাই নতুন একটি দৃষ্টিকোণ থেকে গল্পটি বললে আকর্ষণীয় তো লাগবেই, একইসঙ্গে তা হবে অর্থবহ।’
ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা আছে দীপিকার। এগুলো কাজে লাগাতে প্রস্তুত তিনি, ‘দ্রৌপদী চরিত্রে অভিনয় করবো, এটা আমার জন্য সম্মানের ব্যাপার। আমি বিশ্বাস করি, একজীবনে এমন চরিত্র একবারই মেলে।’
ছবিটিতে দীপিকার সহ-প্রযোজক থাকছেন ‘গজিনি’ ও কলকাতার ‘অটোগ্রাফ’ খ্যাত মধু মান্টেনা। অনুরাগ কাশ্যাপ, বিক্রমাদিত্য মোতওয়ানে ও বিকাশ বলের সঙ্গে যৌথভাবে ফ্যান্টম ফিল্মস থেকেও প্রযোজনা করেছেন তিনি।
মধু মান্টেনা জোর দিয়ে বললেন, ‘মহাভারত সব ভারতীয়র জানা। একই গল্প ভারতের সাংস্কৃতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী চরিত্র দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকে বলা পুরোপুরি নতুন ব্যাপার।’
মধু মান্টেনা উল্লেখ করেন, ‘দীপিকা যোগ দিয়েছেন বলেই বড় পরিসরে ছবিটি নির্মাণের সাহস এসেছে। তাকে না পেলে আমরা কাজটি মনের মতো ক্যানভাসে সাজাতে পারতাম না।’
দ্রৌপদীর স্বামী অর্জুন কে হবেন তা এখনও জানা যায়নি। একইভাবে পরিচালকের নামও জানানো হবে কিছুদিন পর।
এদিকে প্রযোজক হিসেবে দীপিকার প্রথম ছবি ‘ছাপ্পাক’ প্রেক্ষাগৃহে আসবে ২০২০ সালের জানুয়ারিতে। মেঘনা গুলজারের পরিচালনায় এতে এসিড সন্ত্রাসের শিকার মালতি চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এছাড়া ভারতের প্রথমবার বিশ্বকাপ জয় অবলম্বনে নির্মিত দীপিকার ‘এইটি থ্রি’ মুক্তি পাবে আগামী বছর। এতে তাকে দেখা যাবে সাবেক ক্রিকেটার কপিল দেবের স্ত্রী রোমি দেবের ভ‚মিকায়। আর কপিল চরিত্রে অভিনয় করেছেন দীপিকার স্বামী রণবীর।