বিভিন্ন উজেলায় মহান বিজয় দিবস নানান কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, আলোচনা সভা, হাসপাতাল এবং এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, ধর্মীয় প্রতিষ্ঠানসমুহে বিশেষ প্রার্থনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রর্দশনী। সভায় বক্তারা বলেন, যারা ১৯৭১ সালে মাকে ছেলে হারা করেছে, বাবাকে পুত্র হারা করেছে, বোন কে স্বামী হারা করেছে সেই স্বাধীনতা বিরোধীদের সাথে যারা হাত মিলিয়ে ঐক্য করেছে তাদের বিরুদ্ধে স্বাধীনতার চেতনা নিয়ে ৩০ ডিসেম্বর রুখে দাঁড়াতে হবে।
সীতাকুন্ড : সীতাকুন্ডে গত রবিবার মহান বিজয় দিবস পারিত হয়েছে। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সীতাকুন্ড উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম-৪ সীতাকুন্ডের সাংসদ দিদারুল আলম এমপিসহ অন্য নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক, সীতাকুন্ড পৌরসভার মেয়র বদিউল আলম, সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান। উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল বারি পিন্টু, উপ-প্রচার সম্পাদক রুহুল আমীন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জে এম হোসেন লিটন, সীতাকুন্ড পৌর সদর ব্যবসায়ি কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌর কাউন্সিলর আনোয়ারা বেগম, জেসমিন আক্তার, মোফাখরুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহেদ চৌধুরী ফারুখ প্রমুখ।
সাতকানিয়া : মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাতকানিয়া উপজেলা প্রশাসন এর উদ্যোগে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পুস্পস্তবক অর্পণ, ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের শিশু-কিশোর সংগঠন স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড এর অংশ গ্রহণের মাধ্যমে কুচকাওয়াজ, ক্রীড়া অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, দোয়া প্রার্থনা, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ১৬ ডিসেম্বর সাতকানিয়া মডেল হাইস্কুলে মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে ও সহকারি কমিশনার ভ‚মি দীপঙ্গর তৎঞ্চঙ্গ্যা’র সঞ্চালনায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন সোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব তাহের এলএমজি, ডেপুটি কমান্ডার মিলন কুমার ভট্টচার্য্য, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ সফিউল কবির, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার নুরুল আবছর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদিপ কুমার চৌধুরী, এডভোকেট সাইফুদ্দিন সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন, সমবায় অফিসার ফাতেমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরিফ, একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব, কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সহকারি পুলিশ সুপার সাতকানিয়া সার্কেল হাসানুজ্জামান মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব তাহের এলএমজি, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ সফিউল কবির, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার নুরুল আবছর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদিপ কুমার চৌধুরী, এডভোকেট সাইফুদ্দিন সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ও কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক হুমায়ন কাদের, ক্রীড়া সহকারী কমান্ডার নুরুল ইসলাম, ইউনিয়ন কমান্ডারদের মধ্যে পরিমল দত্ত, মোহাম্মদ শফী, রনজিৎ কুমার দাশ, বীর মুক্তিযুদ্ধা সার্জন আবু তাহের, মনোরঞ্জন দাশ, কাউন্সিলর নুরুল হক নুরুল্লাহ, পৌর মানবাধীকার কমিশনের সহ-সভাপতি মামুনুল হক, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, কলেজ ছাত্রলীগ সভাপতি কামাল উদ্দিন, মোহাম্মদ এনামুল হক প্রমুখ।
আনোয়ারা জেকেএস উচ্চ বিদ্যালয়: মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলার জেকেএস উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মাহমুদুল হক চৌধুরী মিঠুর সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আবু ছাদেক ছিদ্দিকী, মোহাম্মদ ইউসুফ,নাছির উদ্দিন, খোকন চন্দ্র নাথ ও সমীর কান্তি নাথ। ছাত্রছাত্রীদের মধ্যে বক্তৃতা করেন জাহেদুল ইসলাম, সাজিয়া খানম তামান্না ও সোহেল রানা। এর আগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীসহ ছাত্রছাত্রীরা। পরে সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রাউজান প্রেস ক্লাব : রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবসে স্বাধীনতা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন রাউজান প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিউল আলম, বর্তমান সভাপতি তৈয়ব চৌধুরী, এসএম ইউসুফ উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক এম রমজান আলী, কামাল উদ্দিন, সাজ্জাদ হোসেন প্রমুখ।
রাউজান বড়ঠাকুর পাড়া স্কুল : রাউজানের ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ক্লিন রাউজান ক্যাম্পেইন ও বিজয় দিবসের আলোচনা সভা গত রবিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ হোসেন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগি সদস্য মোহাম্মদ সিরাজুল হক।
এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পিউ মুৎসুদ্দী, অশোক বড়ুয়া, মোরশেদ আলম, সিনিয়র শিক্ষক প্রণব কুমার বৈদ্য, রুম্পা দাশ গুপ্তা, রশ্মি বিশ্বাস, মুন্নি রানী শীল, সুস্মিতা মজুমদার, হালিমা বেগম, জামাল উদ্দিন প্রমুখ।
বান্দরবান : গত রবিবার সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিশৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানানো হয়। এপর সকাল ৮টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে পুলিশ, আনছার, স্কাউটসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শন, পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, ধর্মীয় প্রতিষ্ঠানসমুহে বিশেষ প্রার্থনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রর্দশনী অনুষ্ঠিত হয়। এদিকে মহান বিজয় দিবসে বান্দরাবন স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশগ্রহণ করে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। এসময় পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী হোসেন, বান্দরবান পৌরসভা মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, মুক্তিযোদ্ধ আবুল কাশেম, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব, মুক্তিযোদ্ধা আলী আকবরসহ বিভিন্ন শ্রেণি পেশার মান্ষু উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অপরদিকে জেলার রুমা ও থানছি এবং রোয়াংছড়ি উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিব পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মনোরম ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুন নূরাইন মডেল স্কুল : যুন নূরাইন মডেল স্কুলের উদ্যোগে গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অধ্যক্ষ একলিমা ফাতেমা তানিয়ার সভাপতিত্বে ও আবু তৈয়বের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান জামান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন পরিচালক আলহাজ রফিকুল ইসলাম, শওকত আলী, বিশ্বনাথ চৌধুরী, উপদেষ্টা রিমন মুহুরী, কল্যাণ পাল ও মোহাম্মদ মোরশেদ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষিকা লক্ষী ঘোষ, পারভেজ আক্তার, সাজেদা খানম, রুনা ইসলাম, ফারজানা আক্তার, শারমিন আক্তার, সুর্মী রায়, রিয়াজুল আলম, হাসিব, আলী আজগর, সৈয়দ নুরবাণীগ্রাম সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি:
বাঁশখালী উপজেলার বাণীগ্রাম সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল ১৬ ডিসেম্বর সকালে সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণীগ্রাম সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি প্রদীপ মিত্র চৌধুরী। তুষার ভারতীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডা. কিরন্ময় চৌধুরী,পার্থ সারথী চৌধুরী, ঋত্বিক চৌধুরী, শান্তনু রায়, টিটু দে, নির্মল পাল, তুষার ভারতী, বিবেকানন্দ চৌধুরী, দিপংকর দে, স্বরাজ ভট্টাচার্য, রুপন দে, প্রসেনজিৎ প্রমুখ। সভার পূর্বে র্যালি সহকারে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আলম, ডা. রাজেশ দেব, হাসান ফিরোজ, রঞ্জন চৌধুরী সজল প্রমুখ।