গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে: মহান বিজয় দিবস উপলক্ষে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টি মোহাম্মাদ আলী রেজা ও শহিদুল ইসলামের সঞ্চালনায় দুই পর্বের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে তেলোয়াত করেন মিলানো জামে মসজিদের খতিব মৌলানা জোনায়েদ সোবহান। আলোচনা সভা গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশনের ট্রাস্টি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অতিথি ছিলেন লন্ডন বারা অফ বারকিং এন্ড ডেগেনহামের মেয়র কাউন্সিলর মঈন কাদেরি, নিউহাম বারার স্পিকার কাউন্সিলর রহিমা রহমান, টাওয়ার হ্যামলেটস এর স্পিকার কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, বারকিং এন্ড ডেগেনহাম এর কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, কেবিনেট মেম্বার ফর এনফোর্সমেন্ট এন্ড কমিউনিটি সেফটি, কাউন্সিলর মুজিবুর রহমান লন্ডন বারা অফ নিউহাম, যুক্তরাজ্য উদীচী শিল্প গোষ্ঠির সভাপতি গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন উপদেষ্টা জিসিএ ইঞ্জিনিয়ার আলমগীর, বীর মুক্তিযোদ্ধা কামাল দেওয়ান, নাট্যকার তাপস চৌধুরী। মুক্তিযুদ্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন মেয়র কাউন্সিলর মঈন কাদেরি, স্পিকার কাউন্সিলর রহিমা রহমান, স্পিকার কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, কাউন্সিলর মুজিবুর রহমান, গোলাম মোস্তফা, মুক্তিযুদ্ধের সংগঠক ইঞ্জিনিয়ার আলামগীর ও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গাজী। সংগঠনের পক্ষে বক্তব্য দেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, ব্যরিস্টার আবুল মনসুর শাহজাহান, শওকত মাহমুদ টিপু, মোহাম্মাদ কায়সার, মাসুদুর রহমান, কুতুবুল আলম, রাজ্জাকুল হায়দার বাপ্পী, শওকত উসমান, নরুন নবী, আসমা আলম, ডাক্তার মিফতাউল জান্নাত প্রমুখ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা অংশগ্রহণ করেন।
স্বেচ্ছাসেবী ঐক্য ফোরাম : স্বেচ্ছাসেবী ঐক্য ফোরাম চট্টগ্রাম এর উদ্যোগে নগরীর মিউনিসিপাল মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে গত ১৬ ডিসেম্বর সকল শহীদদের প্রতি সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী ঐক্য ফোরাম চট্টগ্রাম এর আহবায়ক লায়ন মোহাম্মদ ফারুক আহমেদ, মানবাধিকারকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম, শিব্বির আহম্মেদ ওসমান, নাসির উদ্দিন মজুমদার, আব্দুল্লাহ আল মামুন, মো. জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন, নরেন শাহা, মনজুর আহম্মেদ, স্বপ্না জিমি শোয়াইব আলম, মো. লিটন প্রমুখ। বিজ্ঞপ্তি