মহানবীর (সা.) আবির্ভাব স্মরণে কাল নবী দিবস

3

প্রিয়নবী হযরত মোহাম্মদ মোস্তাফা (দ.) এর সৌরবার্ষিকী আবির্ভাব দিবস ৫৭০ ইংরেজি ২৯ আগস্ট স্মরণে চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হবে মহান নবী দিবস (দ.)। এ উপলক্ষে নবী দিবস উদ্যাপন পরিষদের ব্যবস্থাপনায় চট্টগ্রাম দরবার শরীফে স্বল্প পরিসরে এ আয়োজন করা হবে। আয়োজকরা জানান, বন্যা পরিস্থিতি বিবেচনায় ও বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তার নিমিত্তে এবার স্বল্প পরিসরে বোয়ালখালীর কধুরখীলে দরবারি পরিমÐলে এ আয়োজন করা হবে। এছাড়া দেশ-বিদেশের নবী প্রেমিক ও আশেকবৃন্দ নিজ নিজ স্থানে নবী দিবস উপলক্ষে মাহফিলের আয়োজন করে থাকেন।
চট্টগ্রাম দরবারে নবী দিবস (দ.) উপলক্ষে আয়োজিত মাহফিলে তকরির পেশ করবেন মহান নবী দিবসের উদ্যোক্তা, দরবারের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। এতে তিনি সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি