মহানগর শ্রমিক লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

76

জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সম্মেলন সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের প্রস্তুতি সভা গতকাল বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিভিন্ন বেসিক অঞ্চলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মো. সোলেমান, মো. রিয়াজ, মো. ওমর মিয়া, মো. মনির, খোকন মিয়া, মো. শাহজাহান, মো. ইসমাইল, মো. আলমগীর, সাহাব উদ্দিন ভূইয়া, মো. ইদ্রিস, আলী আকবর, আমির হোসেন, কাজল দাশ, মোহাম্মদ আলী মিন্টু প্রমুখ।
সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম চট্টগ্রাম মহানগরের আওতাধীন সকল বেসিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে শ্রমিক লীগের গঠনতন্ত্র মোতাবেক কেন্দ্রীয় সম্মেলনের কাউন্সিলর তালিকা তৈরি করে মহানগর সভাপতি কিংবা সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ার জন্য আহŸান জানান এবং সর্বস্তরের শ্রমিক নেতৃবৃন্দকে আগামী ৯ নভেম্বর শহীদ সোহরাওয়ার্দ্দী উদ্যানে সকাল ১০টায় কেন্দ্রীয় সম্মেলন সফল করার জন্য আহŸান জানান। বিজ্ঞপ্তি