সম্প্রতি চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিক লীগের সভাপতি নাসরিন আক্তারের সভাপতিত্বে কোতোয়ালী মোড় থেকে শুরু হয়ে ফিরিঙ্গা বাজার অতিক্রম করে এক বর্ণাঢ্য র্যালী পুরাতন রেলস্টেশন এসে শেষ হয় এবং পরে বিকাল ৪ ঘটিকায় হালিশহর কাঁচা রাস্তার মোড়ে নারীদিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক নারীদিবস সারা বিশ্বে দিবস পালন করা হয়েছে, নারীরা ঘরে বাইরে প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে। কর্মক্ষেত্রে নারীদের উৎপাদন সাফল্য সারা বিশ্বে বয়ে আনছে। তবুও কর্মক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে এবং বাংলাদেশে অর্ধেক নারী ও অর্ধেক নর, নারীরা প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন সহ গৃহশ্রমিক নির্যাতন ঘরে ঘরে হচ্ছে। শিশুরা ধর্ষিত হচ্ছে। নারীরা মায়ের জাত, কিন্তু নারীদেরকে সম্মান করে উচিত। বক্তারা আরও বলেন, আমরা নারীরা সমাজে নারী হয়ে বা বোঝা হয়ে থাকতে চায় না। নারীদের সমস্ত বাধাবিপত্তি প্রতিহত করে মানুষের মত মানুষ হয়ে থাকতে চাই, আমরা আর নারীরা পিছিয়ে নেই, আমরা সবকিছু জয় করতে পারি। আহব্বাণ জানাচ্ছি সর্বক্ষেত্রে সমতা দূর করে সমান অধিকার নিয়ে আমরা নারীরা বেঁচে থাকতে চাই এবং শিশু ধর্ষণ, নারী নির্যাতন সকল নারীদের উপর অত্যাচার ও ব্যাভিচার বন্ধ করা হউক। বক্তব্য রাখেন-কাউছার আকতার, ইছমত আরা বেগম, মনোয়ারা বেগম, শিরিন আকতার, মনোয়ারা বেগম লাখি, স্মৃতি আক্তার, চুমকি আকতার, হাসিনা আকতার, মনোয়ারা বেগম, পিংকু, জয়া, নাবিলা, হোসনে আরা বেগম, শিল্পী, মাধুরি, রহিমা, সেনোয়ারা, কবরী, নাজমা বেগম, ফারজানা, সুনিয়া, লুৎফা, নীপা, হাসিনা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি