মহানগর মহিলা আ’লীগের নির্বাচনী মতবিনিময় সভা

296

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর সমর্থনে প্রচারণা সমাবেশ মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে গত ১১ মার্চ সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ালীগের সিনিয়র সহ-সভাপতি মমতাজ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিলা কাউন্সিলর নিলু নাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক খোরশিদা বেগম, দপ্তর সম্পাদক হাসিনা আক্তার টুনু, শ্রম সম্পাদক লায়লা আক্তার, ধর্ম সম্পাদক আয়েশা আলম সহ বিভিন্ন ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভার সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, আগামী ২৯ মার্চ নৌকা প্রতীকের প্রার্থী সৎ ও পরিচ্ছন্ন রাজনীবিদ বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে জয়ী করা আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ আওয়ামী লীগ তথা শেখ হাসিনার মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর জয় মানে আমাদের সকলের জয়। তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে এবং চট্টগ্রামকে সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ ও সুন্দর এবং পরিচ্ছন্ন নগরী গড়তে ২৯ শে মার্চ নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহব্বান জানান। তিনি বলেন, বর্তমানে নারীর উন্নয়ন, নেতৃত্ব ও ক্ষমতায়নে বর্তমান সরকার যে সাফল্য অর্জন করে চলেছে তা আরও বেগবান করতে সকল নারী সমাজকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। বিজ্ঞপ্তি