মহানগর বিএনপির শান্তি সমাবেশ আজ

0

নিজস্ব প্রতিবেদক

গাজায় বর্বর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর বিএনপির শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল বুধবার প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
গাজায় মানবতাবিরোধী বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশে আজ বাদ আসর জমিয়াতুল ফালাহ্ মসজিদ চত্বর থেকে নিউ মার্কেট চত্বরে পর্যন্ত শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে এই সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়েছে।
এই কর্মসূচিকে সফল করতে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে গতকাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহব্বায়ক এরশাদ উল্লাহ।
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন, বিশ্বের যেখানেই মানবতা লঙ্ঘিত হবে, বিএনপি সেখানে সোচ্চার থাকবে। গাজায় শিশু, নারী ও নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে অব্যাহত।
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহব্বায়ক এরশাদ উল্লাহ বলেন, গাজায় ইসরায়েলের দমন-নিপীড়ন বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। জাতিগত নিধনযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় নির্যাতিত মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।
সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহব্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর.ইউ. চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল ও শিহাব উদ্দিন মুবিন।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য এড. মফিজুল হক ভ‚ঁইয়া, ইকবাল চৌধুরী, এম.এ হান্নান, নুরুল আলম রাজু, আবুল হাসেম, ইসকান্দর মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, মোহাম্মদ মহসিন, মোরশেদ আলম, মোহাম্মদ সালাউদ্দিন, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দিন আলম, মশিউল আলম স্বপন, মোশারফ হোসেন ডিপটি, মোহাম্মদ জাফর আলম, এ.কে খান, গাজী আইয়ুব, মাহবুব রানা, এম.এ সবুর, নুর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আবু মুসা, হানিফ সওদাগর, মোহাম্মদ আজম, ইসমাইল বালি, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ এবং কৃষক দলের সদস্য সচিব সাবের আহম্মদ টারজান।