বিভিন্ন উপজেলায় সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চট্টগ্রামসহ দেশের বর্তমান পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে ত্রাণ ও পুনর্বাসন কমিটি গঠন করা হয়েছে। মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ আজম উদ্দিনকে এই কমিটির আহবায়ক করা হয়। সদস্য হিসেবে আছেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি হারুন জামান, নিয়াজ মো. খান, ইকবাল চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সাবেক সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক প্রচার সম্পাদক সিহাব উদ্দিন মোবিন।
মহানগর বিএনপির ত্রাণ কমিটিতে চট্টগ্রামের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়ে ত্রাণ কমিটিতে সহায়তা দেয়ার আহবান জানিয়েছেন ত্রাণ কমিটি। ত্রাণ কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ প্রতিদিন দুপুর ২টা থেকে কাজীর দেউরি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে ত্রাণ সহায়তা গ্রহণ করবেন।
যোগাযোগ: ০১৮৩৭১৫৮৬৫৯। বিজ্ঞপ্তি