মহানগর দক্ষিণ ছাত্রসেনার কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসভা

13

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের ব্যবস্থাপনায় এসএসসি/দাখিল এ+ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান মুহাম্মদ আতিকুল রহমানের সভাপতিত্বে ৮ জুন শনিবার নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি শিক্ষাবিদ আলহাজ মাওলানা ইউনুস তৈয়্যবী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, সদস্য মুহাম্মদ আলাউদ্দিন খান, যুবসেনা মহানগর দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ খোরশেদ ইসলাম সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ ইয়াছির আলী।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ছাত্রকল্যাণ সম্পাদক ছাত্রনেতা এনামুল হক মুন্না। সংবর্ধনা সভার আহবায়ক সাকিব রেজা ক্বাদেরী ও সদস্য সচিব আরিফুর ইসলাম ইরফানের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ শামিমুল ইসলাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সভাপতি ইয়ার আহমেদ জামশেদ, সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সাজ্জাদুর ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শাহিন রেজা, স্কুল বিষয়ক সম্পাদক মুহাম্মদ জুবাইরুল হক, মুহাম্মদ সিয়াম রেজা প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার মৌলিক বিষয়বস্তু থেকে ছাত্রসমাজ দূরে সরে যাচ্ছে। নৈতিকতা বিসর্জন দিয়ে সুশিক্ষা কল্পনা করা যাবে না। তাই শিক্ষা সাথে নৈতিকতাকে সমন্বয় করলে সমৃদ্ধ দেশগড়া সম্ভব। নৈতিকতা চর্চার মাধ্যমে বাস্তবমুখী শিক্ষা অর্জন করা সম্ভব হবে। বিজ্ঞপ্তি