মহানগর ছাত্রসমাজের বিক্ষোভ সমাবেশ

44

বুয়েটের আবরার ফাহাদ রাব্বি হত্যার দ্রুত বিচার ও স্বদেশের স্বার্থহীন চুক্তি বাতিলের দাবিতে সম্প্রতি জাতীয় ছাত্রসমাজ চট্টগ্রাম মহানগর উদ্যোগে সংগঠন এর সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম এর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহব্বায়ক ইব্রাহিম খান জুয়েল, শাহ ইমরান রিপন, ইঞ্জিঃ এরশাদ সিদ্দিকী, আতা-ই-রাব্বী তানভীর, দক্ষিণ জেলা ছাত্র সমাজের সাবেক আহব্বায়ক মো: সোলাইমান। প্রধান অতিথি জামাল উদ্দিন বলেন, আবরার ফাহাদ হত্যাকান্ডকে কেন্দ্র করে অন্যন্য বিশ্ববিদ্যালয়ের মতো বুয়েটে দীর্ঘদিন ধরে চলতে থাকা ছাত্রলীগের একচ্ছত্র সন্ত্রাসী কর্মকান্ড, অগণতান্ত্রিক আচরণ ও দখলদারিত্বের বিরুদ্ধে শিক্ষার্থীদের পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ ঘটেছে। সভাপতিত্বের বক্তবে নগর ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম বলেন, স্বদেশের স্বার্থহীন চুক্তির বিরুদ্ধে মত প্রকাশ করায় মেধাবী ছাত্র আবরারকে হত্যা করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্র সমাজের আহব্বায়ক এন.এম জসিম উদ্দিন, উত্তর জেলার আহব্বায়ক মাসুদুর রশিদ, কক্সবাজার জেলার আহব্বায়ক সুলতান আহমদ, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য জামাল হোসেন, রাশেদুল হক খোকন, মো: আতাউল্লাহ, জিয়াউর রহমান মুকুল, দক্ষিণের সদস্য সচিব ইয়াছিন খান, উত্তরের সদস্য সচিব আলাউদ্দিন সোহেল, কক্সবাজার জেলার সদস্য সচিব বেলাল উদ্দিন, রাঙামাটি জেলা ছাত্র সমাজের প্রস্তাবিত কমিটির আহব্বায়ক শরিফ উদ্দিন, সদস্য সচিব মো: আলাউদ্দিন, নগর ছাত্র সমাজের নেতা আনিসুল ইসলাম মিনহাজ, ফিরোজ সিদ্দিকী, আরাফাতুল আলম কচি, তরিকুল ইসলাম ইমন, মো: আজিজ, কক্সবাজার জেলা থেকে মো: ফরিদ মিয়া, মাহবুবুর রহমান লিটন, মনির উদ্দিন, মো: রহমান, জুনায়েদ, দক্ষিণ জেলা থেকে রাজীব দাশ রাজু প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি