মহানগর ও ১৫ থানার পূর্ণাঙ্গ ১২ ওয়ার্ডে আংশিক কমিটি

0

নিজস্ব প্রতিবেদক

একযোগে মহানগর, ১৫টি থানা এবং ১২টি ওয়ার্ডে কমিটি গঠন করে চমক দেখাল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল। বেলায়েত হেসেন বুলু ও জমির উদ্দিন নাহিদের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবক দল দায়িত্ব নেওয়ার মাত্র সাড়ে চার মাসের মাথায় দেখালেন এমন চমক। গত বৃহস্পতিবার মধ্যরাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এফ এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এসব কমিটি অনুমোদন করেন।
অনুমোদন করা কমিটির মধ্যে আছে মহানগর স্বেচ্ছাসেবক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। এর মধ্যে ২১ জন যুগ্ম আহব্বায়ক ও ৪৮ জন সদস্য রাখা হয়েছে। তাছাড় ১৫টি থানার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি এবং ১২টি ওয়ার্ডের আংশিক আহব্বায়ক কমিটি।
এর আগে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি কেন্দ্র থেকে বেলায়েত হেসেন বুলুকে আহব্বায়ক ও জমির উদ্দিন নাহিদকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সেখান থেকেই শুরু হয় গঠনমূলক সংগঠনের যাত্রা। চার মাসের মাথায় মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে একযোগে নেতৃত্ব গঠনের মাধ্যমে সংগঠনকে নতুন গতিতে এগিয়ে নেওয়ার অঙ্গীকার দৃশ্যমান হলো।
এই ঘোষণার পরই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ¡াস ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নেতাকর্মীরা বুলু-জমির নেতৃত্বের প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন।
জানতে চাইলে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র সাড়ে চার মাসের মাথায় আমরা একযোগে মহানগর ও ১৫ থানায় পূর্ণাঙ্গ কমিটি এবং ১২ ওয়ার্ডে আংশিক আহব্বায়ক কমিটি গঠন করেছি। একসাথে মহানগর, থানা ও ওয়ার্ড কমিটি গঠন করা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আমি মনে করি, এটা আমাদের অনেক বড় একটা অর্জন। কমিটি ঘোষণার পর নেতাকর্মীরা কেউ অসন্তুষ্ট হয়নি। সবাই কমিটিকে স্বাগত জানিয়েছেন। কারণ আমরা কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করেছি।
নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ বলেন, আমরা অত্যন্ত স্বল্প সময়ে এসব কমিটি গঠন করেছি। বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতিত, নিপীড়িত এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদেরই আমরা কমিটিতে মূল্যায়ন করেছি। যে কারণে কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে কোনো অসন্তোষ হয়নি। আশা করছি, চট্টগ্রাম মহানগরে স্বেচ্ছাসেবক দল একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে।
এর আগে ২০২১ ও ২০২২ সালে তৎকালীন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু ১৫টি থানা এবং ১১টি ওয়ার্ডে আংশিক আহব্বায়ক কমিটি গঠন করেছিলেন। তবে নানা কারণে ওইসব কমিটি পরে বিলুপ্ত করা হয়।