মহানগর এলডিপির সভায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত

4

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ২৮ আগস্ট বিকাল ৩টায় বন্যাকবলিত এলাকায় ওষুধ সামগ্রী ও শুকনো খাবার প্রদানের লক্ষ্যে প্রস্তুতি সভা অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম মহানগর এলডিপির আহবায়ক সৈয়দ গিয়াস উদ্দিন আলমের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর এলডিপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ নুরুল আজগর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর এলডিপির আহবায়ক কমিটির সদস্য এস এম আবু জাফর, মো. একরামুল করিম ইমন, মো. জাহাঙ্গীর আলম, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের সভাপতি বি. এম সাইদুল হক, সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, পাহাড়তলী থানা এলডিপি নেতা মো. হারুন হায়দার, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক আবদুল হালিম, অর্থ সম্পাদক আমান উল্লাহ আমান ও সদস্য মো. ইকবাল প্রমুখ।
সভাপতির বক্তব্যে সৈয়দ গিয়াস উদ্দিন আলম বলেন, দেশ আজ খুবই সংকটময় মুহূর্ত অতিক্রম করছে।
অন্যদিকে ভারতীয় ষড়যন্ত্রের সৃষ্ট বন্যা ও অন্যদিকে ছাত্র জনতার অর্জিত ত্যাগকে নস্যাৎ করার জন্য আওয়ামী স্বৈরাচারী সরকারের প্রেতাত্মারা উঠে পড়ে লেগেছে। এ অবস্থায় জনগণকে সতর্কতার সাথে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার মাধ্যমে ছাত্র-জনতার এ বিপ্লবকে স্বার্থক করার আহবান জানান।
সভায় আগামী ৩০ আগস্ট (শুক্রবার) ফেনীর দাগনভূঞাতে চট্টগ্রাম মহানগর এলডিপির উদ্যোগে ওষুধ সামগ্রী ও শুকনো খাবার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি