মহানগরী জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

1

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ও সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সামাজিক কাজ ইবাদত ও দাওয়াতী কাজ। সমাজের দুঃস্থ ও অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ানো ঈমানের দাবি। নেতৃবৃন্দ সরকার ও সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।

ফিরিঙ্গীবাজার ওয়ার্ড :
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফিরিঙ্গীবাজার ওয়ার্ড আমীর মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার। ফিরিঙ্গীবাজার ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ হানিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, কোতোয়ালী থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি আ.ন.ম জোবায়ের ও বিশিষ্ট সমাজসেবক ওয়াসি উদ্দিন আনসারী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড শূরা ও কর্মপরিষদ সদস্য কাজী মাহবুবুর রহমান, মঈনউদ্দীন খন্দকার, কাজী শাহেদ আলী, শফিক আহমদ, মাওলানা আরিফুল ইসলাম আমজাদ প্রমুখ।

পাঁচলাইশ বহদ্দারহাট ওয়ার্ড :
পাঁচলাইশ থানা জামায়াতের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের বহদ্দারহাট সাংগঠনিক ওয়ার্ড’র উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানার আমীর ইঞ্জি: মাহবুবুল হাসান রুমি, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের আমীর তাওহীদ আজাদ, সেক্রেটারি শহিদুল্লাহ তালুকদার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহদ্দারহাট সাংগঠনিক ওয়ার্ড’র সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামাতায় নেতা খালেদ বিন কবির ভূঁইয়া, অধ্যক্ষ মুহাম্মদ নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন চৌধুরী, মোসলেহ উদ্দিন, আকাশ চৌধুরী, রাজু, মঈন উদ্দিন।

দক্ষিণ হালিশহর :
ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শ্রমজীবী ও অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র উপহাার প্রদান করা হয়। জামায়াতে ইসলামী ইপিজেড থানার ৩৯ নম্বর প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের আমীর ওসমান গনির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকাররম। দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ড বাইতুল মাল সেক্রেটারি আব্দুর রহিম বিশ্বাসের সঞ্চালনায় এসময় মাওলানা মোজাম্মেল হক, মো. ফখরুল ইসলাম, আবুল কালাম, এডভোকেট শাহেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি