রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয়ের হলরুমে আয়োজিত উৎসবে অর্ধ-শতাধিক পিঠার প্রদর্শনী করা হয়। শিক্ষার্থীরা বাড়ি থেকে তৈরি করে এনেছে অর্ধ-শতাধিক ধরনের পিঠা। যেখানে প্রদর্শন করা হয় পুডিং, সুই পিঠা, পাতা পিঠা, ছানার পায়েস, ঝুড়ি পিঠা, চিতই পিঠা, সুজির রসভরা পিঠা, কামরাঙা, সূর্যমুখী, নারকেল পুলি, গোলাপ ফুল পিঠা, কদমফুল, চুটকি পিঠা, মুঠি পিঠা, জামদানি পিঠা, হাড়ি পিঠা, চাপড়ি পিঠা, পাতা পিঠা, কমলাপুলি ও ডিমসুন্দরী, ঝুড়ি পিঠা ইত্যাদি। এদিন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ও অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ করিম উদ্দিন হাছান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সফিউল আজম সিরাজী। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, সাংবাদিক জগলুল হুদা, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসাইন, মোহাম্মদ রবিউল মোস্তফা রাফি, মুহাম্মদ আলাউদ্দিন রেজা, নুরুল ইসলাম আহমেদ, শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, সাইমন রেজা, মো. ইরফান, রাজিয়া সুলতানা, আলম আক্তার আনিকা, রাশেদা বেগম, আফরোজা সুলতানা, কাজী হেলুন, আছিয়া আক্তার প্রমুখ। শেষে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।-রাঙ্গুনিয়া প্রতিনিধি