মরক্কোকে হারিয়ে হেক্সার পথে এক পা এগোলো ব্রাজিল

1

স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপে রেকর্ড ৫ বার শিরোপা জিতেছে ব্রাজিল। তবে গত দুই দশকেরও বেশি সময় ধরে আর বিশ্বকাপের ছোঁয়া পায়নি তারা। ষষ্ঠ শিরোপার অপেক্ষা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে সেলেসাওদের। ফুটবল বিশ্বকাপের মতোই ফিফা ফুটসাল বিশ্বকাপেও ৫ বার শিরোপা জিতেছে ব্রাজিল। এবার নেমেছে হেক্সা পূরণের মিশনে।
উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের এই আসরে ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে এসেছিল ব্রাজিল। এরপর কোস্টারিকাকে হারিয়ে শেষ আটের টিকিট পায় সেলেসাওরা। আর আজ সন্ধ্যায় মরক্কোকে হারিয়ে সেমিতে পৌঁছে গেছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে আজ রোববার (২৯ সেপ্টেম্বর) মরক্কোকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। উজবেকিস্তানের বুখারায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় ব্রাজিল। বিরতি থেকে ফিরে দুই দলই একটি করে গোল করে।
‘বি’ গ্রুপ থেকে ব্রাজিল নিজেদের প্রথম খেলায় কিউবাকে ১০-০ গোলে, দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়াকে ৮-১ গোলে এবং তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। আর শেষ ষোলোতে ৫-০ গোলে কোস্টারিকাকে উড়িয়ে দেয় তারা।