মন্দির-গির্জা রক্ষায় ওয়ার্ডে কমিটি করেছে জামায়াত

2

নিজস্ব প্রতিবেদক

মন্দির-গির্জাসহ প্রতিটি ধর্মীয় উপাসনালয় রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় জামায়াতে ইসলামীর থানা ও ওয়ার্ড পর্যায়ে টিম গঠন করা হয়েছে বলে জানান জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী। এসব কমিটি এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে। একই সাথে প্রতিটি উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও চট্টগ্রামবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
গতকাল নগরীর দেওয়ান বাজার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহবান জানান।
সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, একটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর হামলা ও অগ্নিসংযোগ করেছে। কোতোয়ালী থানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে, সেটা থানার ওসি অবগত আছেন। আমাদের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের উদ্ধার করেছেন। এখনো পর্যন্ত কোনো ধরনের সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হয়নি। তবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করার পাঁয়তারা করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি।তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি থানায় কমিটি করা হয়েছে। যেখানেই দুর্বৃত্তপনা দেখবেন, তৎক্ষণাৎ এদের প্রতিরোধ করতে হবে। তারা যেকোনো নাশকতা, হামলা মোকাবেলায় প্রশাসনকে সহায়তা করবে।
শাহজাহান চৌধুরী বলেন, এই বিজয় পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এটি অর্জনে অগণিত সংখ্যক ছাত্র-জনতার জীবন হারাতে হয়েছে। ৪ জন সাংবাদিক, বহু সংখ্যক নিরীহ পুলিশ সদস্যও নিহত ও আহত হয়েছে। চট্টগ্রামে সরকারি ও বেসরকারি হাসপাতালে আহত সাড়ে তিনশত জনের মতো চিকিৎসাধীন রয়েছে। আহতদের চিকিৎসা দায়িত্ব নেওয়া হয়েছে। চট্টগ্রামে নিহত হওয়া সকল পরিবারের কাছে আমরা যাব ও সহযোগিতাও করা হবে। আমরা এ আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করি। একই সঙ্গে হাজার হাজার চোখ হারানো, পঙ্গুত্ব বরণকারী ও আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, জামায়াত ইসলামীকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার অধিকার রাখে না। জামায়াত ইসলামী নিষিদ্ধ করার তিনদিনের মাথায় দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা রক্ষায় জামায়াতে ইসলামী থানা ও ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করে এলাকা ভিত্তিক ভ‚মিকা পালন করে যাচ্ছে। দেশের চলমান পরিস্থিতিতে জামায়াতের সকল নেতাকর্মী, ছাত্র-শিক্ষক, অভিভাবক ও সকল রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণের প্রতি বলিষ্ঠ ভ‚মিকা পালনের আহবান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনূস, মো. মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রামের সভাপতি এস এম লুৎফর রহমান, নগর অফিস সেক্রেটারি এ এইচ এম কামাল, কোতোয়ালী থানা জামায়াতে সেক্রেটারি মোস্তাক আহমেদ, মহানগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম ও দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।