মন্দিরভিত্তিক বিবাহ কার্যক্রম পরিদর্শনে ট্রাস্টি দীপক পালিত

1

চট্টেশ্বরী কালী মায়ের মন্দিরে গত ২ জুন মন্দিরভিত্তিক বিবাহ কার্যক্রম পরিদর্শন করেন ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। পরিদর্শনকালে ট্রাস্টি দীপক কুমার পালিত নবদম্পতি পলাশ বসাক ও শিমলা দাশকে পুষ্পিত অভিনন্দন জানান। ট্রাস্টি অন্যান্য নবদম্পতি এবং পরিবারবর্গের সাথে কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লায়ন রিমন কান্তি মুহুরী, অধ্যাপক শিপুল কুমার দে, পন্ডিত চন্দ্ররাজ আচার্য, চট্টেশ্বরী কালী মন্দির সেবায়েত দেবু চক্রবর্তী, পটিয়া রাধামাধব বিগ্রহ মন্দিরের প্রধান উপদেষ্টা ডা. স্বপন বসাক, উপদেষ্টা ধানু বসাক, সাংগঠনিক সম্পাদক শাপলা বসাক, নবদম্পতি পলাশ বসাক, শিমলা দাশ, শ্রীশ্রী লক্ষী গোবিন্দ ধাম মন্দিরের সিনিয়র সদস্য সচিব শংকর বসাক, জগদীশ বসাক, সরেশ বসাক। বিজ্ঞপ্তি