মনুষ্যত্ব বিকাশের অনন্য মাধ্যম সংস্কৃতিচর্চা

2

‘সংস্কৃতিচর্চা মনুষ্যত্ব বিকাশের অনন্য মাধ্যম’ সম্প্রতি বোধন আবৃত্তি স্কুলের ‘বর্ণিল ৬২’ আবর্তনের নবীনবরণে অতিথিরা এ কথা বলেন। তারা বলেন, আজ চারদিকে নৈতিক স্খলনের হুড়োহুড়িতে মানুষের বিবেকবোধ প্রায় ভূলন্ঠিত। একমাত্র সংস্কৃতিমনষ্ক ব্যক্তিই নিজেকে কখনো খারাপভাবে উপস্থাপন করতে পারে না। এজন্য বোধন আবৃত্তি স্কুল আজ বহুবছর যাবৎ একটি সুন্দর সমাজ সভ্যতা বিনির্মানে অবদান অনস্বীকার্য। গত শুক্রবার নগরীর এনায়েতবাজারস্থ মহিলা কলেজ চট্টগ্রামে পরিচালিত বোধন আবৃত্তি স্কুলে বর্ণিল ৬২ আবর্তনের নবীনবরণে সকাল থেকেই বৈরীভাব উপেক্ষা করেই নানান রঙের উচ্ছ¡াসে বোধনের প্রাঙ্গণ ছিল মুখরিত। নবীন প্রশিক্ষণার্থীদের সরব উপস্থিতিতে বোধনের শিক্ষার্থী আদ্রিতা সাহা, শ্রেয়সী বিশ্বাস, প্রকৃতি দাস ও লগ্ন বড়ুয়ার সঞ্চালনায় নবীনবরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ ও চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডা. অপর্না দেব। এতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সহ-সভাপতি আবৃত্তিশিল্পী সুবর্ণা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী গৌতম চৌধুরী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবৃত্তিশিল্পী বিপ্লব কুমার শীল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী পলি ঘোষ, সংগীতা কর চৌধুরী, জসীম উদ্দিন, শর্মিলা বড়ুয়া, সাজ্জাদ হোসেন চৌধুরী, ফাতেমা তুজ জোহরা, রমা দাশগুপ্তা, অন্তী বড়ুয়া, হাসিবুল ইসলাম। বিজ্ঞপ্তি