ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত বিপ্লবী, স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত, শিক্ষানুরাগী, সমাজসংস্কারক ও চট্টগ্রামের কৃতীসন্তান মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীকে স্মরণ করে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘চট্টলগৌরব মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী’-এর প্রকাশনা অনুষ্ঠান গতকাল চট্টগ্রাম মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্মারক গ্রন্তটির সম্পাদক ইতিহাসবেত্তা সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন এবং বিশিষ্ট লেখক এ কে এম আবু ইউসুফ। প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষাগবেষক ও সাংবাদিক সৈয়দ গোলাম নবী। বক্তারা বলেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন বৃটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা, বঙ্গীয় আইন পরিষদের নির্বাচিত সদস্য, প্রগতিশীল রাজনীতিবিদ, সাংবাদিক, সাহিত্যিক এবং কদম মোবারক মুসলিম এতিমখানার প্রতিষ্ঠাতা। দক্ষিণ চট্টগ্রামের দেয়াং পাহাড়ে জাতীয় আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। তাঁরা আরও বলেন, ইসলামাবাদীর জীবন ও আদর্শ জাতির ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়, যিনি ধর্ম, সাহিত্য, শিক্ষা ও রাজনীতিতে সমানভাবে আলোকিত অবদান রেখে গেছেন। তাঁর স্মরণে গ্রন্ত প্রকাশ একটি ঐতিহাসিক দায়িত্বপালন ও প্রজন্মের কাছে নতুন অনুপ্রেরণার বার্তা। অনুষ্ঠানে কবি শাহাবুদ্দিন হাসান বাবু, কবি নুরুল হুদা চৌধুরী, মীর বরকত হোসেন, মোহাম্মদ আবদুল বাতেন, লেখক হানিফ মান্নান, সাংবাদিক সোহেল তাজ, তাহরিফ হোসেন, মোহাম্মদ মুদ্দাসির হাসান, কবি দেলোয়ার হোসেন মানিক ও ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ-দীনসহ বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গ্রন্তের প্রকাশ উপলক্ষে মনিরুজ্জামান ইসলামাবাদীর জীবন ও চিন্তাধারার ওপর সংক্ষিপ্ত আলোচনা ও পাঠোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি











