মধ্য ফেব্রুয়ারির পরে একদিনও নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নিবে না

0

হাটহাজারী প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, মধ্য ফেব্রুয়ারির পরে একদিনও নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নিবে না। তাই, তালবাহানা না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। প্রয়োজনীয় সংস্কার জনগণের সরকারই করবে। তাছাড়া জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে নির্বাচনে আসুন, নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। জনগণের ম্যান্ডেট নিয়ে রাস্ট্র পরিচালনার সুযোগ নিন। যারা নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করবেন তারা এদেশের মাটিতে গণধিকৃত হবেন।
গত রবিবার সন্ধ্যায় পৌরসভার আলীপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপি’র উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহব্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহব্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ডা. মো. রফিক ও পৌরসভা বিএনপির যুগ্ম আহব্বায়ক এম এ শুক্কুর।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, মুজিবুর রহমান, আবুল হাসনাত, আব্দুল্লাহ আল হারুন, ইকবাল হোসেন, আসিফ চৌধুরী, আকবর আলী, মনিরুল আলম জনি, তকিবুল হাসান চৌধুরী ত্বকী, শরিফুল ইসলাম তুহিন, সাইফুল ইসলাম টুটুল, মোহাম্মদ বেলাল, নুরুল কবির তালুকদার, জিএম সাইফুল এবং রেজাউল করিম চৌধুরী রকিসহ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।